করােনা এক মরণ ব্যাধি ভয়াল মানব ঘাতক।
ভাইরাস বেশে প্রভুর গজব মহামারী জাতক।
চীনের “উহান” শহরে জন্ম নিয়ে ঘুরছে সারা বিশ্ব
উহার কাছে মানব জাতি হয়ে গেছে নিঃস্ব।
মরছে আজি অনেক মানুষ আভাস সর্দি কাশি।
আতঙ্কে তাই গৃহবন্দী সারা বিশ্ববাসী।
বিষাক্ত ঐ করােনাতে ভুগছে হাজার হাজার।
থমকে গেছে পুরাে জগত, শূন্য রাস্তা বাজার।
বসন্ত উৎসব বন্ধ করে ধরালো মাক্স এর ব্যবহার ,
বন্ধ করলো শিক্ষাপ্রতিষ্ঠান আর বেশি কি দরকার !
তুমি নাকি আবার মুরগির ভেতর প্রবেশ করে
বাধ্য করলে কমাতে মাংসের দাম ,
কেন ছাগলের ভেতর প্রবেশ করলে না ?
তাহলে তোমার যদি হতো একটু নাম ।
কেউ বা করছে সভা ,আবার কেউ
একজোটে রাস্তায় বাজায় থালা-বাসন ;
এইভাবেই তৈরি করছে নিজেই নিজের শরীরে  করোনার ই আসন ।
প্রতিষেধক নেইতাে ইহার এমন মহামারী;
তাইতাে আজি দিকে দিকে লকডাউন জারি ।
               -------¤-------
《¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤》


লেখাটি  একটু দেরিতে জমা দিলাম সময়ের অভাবে টাইপ করতে পারিনি।তার জন্য আমি ক্ষমাপ্রার্থী ।
লেখা✒ - 02/04/20