মা পাওয়া  কি জিনিস এই বিশাল ভুবনে,
মায়ের মুখ দেখলে দুঃখ থাকে না মনে;
সন্তানকে পৃথিবীর আলাে দেখায় যেই,
প্রতি রক্ত বিন্দু দিয়ে বড় করে সেই।
ছেলের মুখে প্রথম ভাষায় ডাক আসে মা,
সেই মায়ের অবহেলা কভু করাে না।
ছেলের অসুখ করলে মায়ের মন থাকে না ভালাে,
ছেলের মুখের হাসিই হয় মায়ের চোখের আলাে ;
সন্তানকে দিতে গালি আসে না মায়ের মুখে,
নিজে শত কষ্ট পেলেও ছেলেকে রাখে সুখে;
ছেলের সুখে নিজের দুঃখ ভুলে থাকে মা,
স্নেহ ভালােবাসা দিয়ে বুকে টানে মা;


মাগাে তােমার নেই তুলনা ,
সেই মাকে কভু ভুলােনা;
তুমি হও যে মমতাময়ী মা।।
  
              ------¤-------