‘সুনামী’র সুনামে সব ধুয়ে-মুছে একাকার
প্রাণহীন দেহ কেবল পড়ে আছে বেশুমার!


কিয়ামতের ঈশারা বুঝি, বিধাতা এ’করে দেখান
ঘর-বাড়ী, জান-মাল সব করে খান-খান!


এত যে প্রাণ-ক্ষয়, এত যে সম্পদ
কি করে বাঁচবে অবশিষ্টের জনপদ!


আজোও যারা আছে বেঁচে, অন্ন-বস্ত্রহীন হয়ে
স্বজন হারানোর এত শোক নেবে, কীকরে বয়ে!


জগৎ জুড়ে মানুষেরা শোকে মূহ্যমান
সাহায্যের হাত বাড়াচ্ছেন সমানে-সমান।


এত যে প্রেম-প্রীতি, এত যে সুখ-আশা
জীবনের প্রতি,
বিধাতার ইচ্ছাবলে, সব যবে মুছে যাবে
কী হবে গতি?


বিধাতা তোমায় মিনতি
কঠিন পরীক্ষায় ফেলে করোনা বেপথী
ভুল-ত্রুটি করিও যদি
ক্ষমা করো দয়ায় অতি
সঠিক পথে ঠেলে করো সুপথী!


তুমি আল্লাহ্ দয়াময়, আধারোও দয়ার
ভূকম্প-জলোচ্ছাসে সকল হতাহতে করো, করুণা অপার!


(১৬/০১/২০০৫)
[সুনামীর ১০ম শোক বার্ষিকীতে আবারো উৎসর্গ করলাম]