দুঃখের কাছে নিয়ে ছিলাম একটু সুখের ঋণ।
মেয়াদ শেষে ফিরে পেলাম আবার ব্যাথার দিন।
বিষন্নতায় ক্লান্ত তবু হার মানি নি কান্নার কাছে,
কেন এ হাল, কভু চাইনি জবাব জিবনের কাছে।


ধূপের মতো জলছে হৃদয়,
ধোয়া তার যায় না দেখা,
যতই হোক শত যাতনা,
সইতে হবে একা একা।


কান্নায় একদিন ভেসে যাবো,
ব্যাথায় হৃদয় যাবে পুরে,
তোমার জিবন মিশবে যবে
সানাইয়েরই সুরে সুরে।

রাতের আকাশে তারা রা দেখো
মিটমিট করে জলে।
অঝর ধারায় ঝরে পরে জল,
মেঘ ঘনীভূত হলে।
ফুল কভু শুকায় না গো মৌ বনে না এলে।
কারো কিছু যায় আসেনা, একটি মোন ভাঙে গেলে।


সুখ কি তো বুঝিনি জিবনে,
তোমাদের সুখ দিয়েই মেটাই মনের অভাব,
যদি প্রশ্ন করে মোন
"কি পেয়েছি জিবনে"?
মনের কাছে দেবার মতো, নেই কোনো জবাব।