আমি সহ্য সীমার উপরে ভাবিতে
প্রহার করেছি।
তব শক্তি আমি পেয়েছি আমার
হৃদয়ে বিদ্রোহী।
যদি পাই আঘাত, বদলে দেব প্রহার।
   তবু মানিব না অপমান,
শুনিব না পরাজয়ের প্রবাদ।
তবু সরল থাকিয়া,
রক্ত খিচিয়া তুলিবো মোর রাগ।
আমি অতি সরল,
তবু অন্যায়ে প্রতিবাদী।
এ অন্যায় দূর করতে কলম ধরেছি,
আমি যে বিদ্রোহী।।