কষ্টে অতি ভার হয়ে আসে বুকটা,
রসহীন মোনে মলিন চাদরে মুখটা,
মনে আসে দুখ সুখ দু চার টা,
অভিমানের তীক্ততায় মরে বাচে প্রান টা।


ঝরে পরে অভিমান দু চোখে টপ টপ,
অঝোরে ভেজে লাল গাল টা।
কখনো বলে, আবার বলে না, মোনের কথা,
অনুরোধ বলার, কমবে হৃদয় ব্যাথা।


অভিমানের ঝর তাহার মনের মাঝে দোলে,
সে ঝড়ো বাতাস মোর মনের নদীতে
হালকা ঢেউ তোলে।
রাজ্য জয় সহজ,
কঠিন মনকে জয় করা,
মনের ভাব কে অপরে তুলে ধরা।
তার চেয়ে কঠিন নিজেকে প্রমান করা।


ভাগ্য খারাপ মোর, আর তো কারো না,
সস্তি কারে, জিবন করে কঠিন,
আমায় নিয়ে যত ভুলে ভরা ধারনা।


ঘৃনার ঘরের পাপি সেজে
জিন্দেগিটা হচ্ছে পার।
আমার থেকেও কষ্টে আছে
আমার উপর দায় যার।
দিবা নিশী জানি না কার কারনে,
মন খারাপ হয়ে যায় বিনা কারনে।


অভিমানের কারাগারে বন্দি জীবন মোর।
চুরি না করেও আজ হয়েছি যে চোর।।
ঝরালাম যার আঁখির জল,
তার চরনে ক্ষমায় অতল,
আমি শোপিলাম তারে আনন্দ রূপে,
মোর ব্যাথার শতদল,
তাহার ব্যাথার প্রতিদানে।।