মিটিবে তোমার সকল সাধ,
              আসিছে নতুন সাথি,
একই সুরে সুর মিলায়ে
              কাটাবে মাধবি রাতি।
কিছুই তোমায় দিতে পারি নি,
              চেয়েছিলে যা তুমি।
সে পরাজয়ের বেদনার ধ্বনি
              কান পেতে আজও শুনি।


এভাবে কেন মিথ্যে করলে গানের সুর
কেন এভাবে চলে গেলে বহু দুর,
কেন এসে তবে দিয়েছিলে এত প্রেম,
আজো সে প্রেমের কান্নায় ভাঙে বুক।


আমায় আর ডেকো না প্রিয়,
             ফুরিয়ে এসেছে দিন।
জানি কভু সুধিতে পাব না
                 তোমার দেয়া ঋণ।
তাই চলে যেতে চাই না পাওয়ার ব্যাথা নিয়ে।
অতৃপ্ত হিয়া চায় বারে বারে ফিরে।
যদি আর একবার বলতে
               "ভালবাসি" ধীরে ধীরে।


মন পাখি আর ফিরবে না তার নীড়ে,
অচীন নৌকো ভিরবে না চেনা তীরে।
হারিয়ে ফেলব তোমায় লোকের ভিরে।


অতৃপ্ত মন, তৃষ্ণার্ত প্রান
না পেয়ে তোমা ছারবো ভুবন
          এ মোর অভিমান
          তোমারে আপন করিব
জীবনে এই ছিল অভিযান।
অবশেষে আমি মানিলাম হার,
প্রেম করিলাম দান।


ভুলে যেও মোরে।
যদি পুনঃ আসি ভুবনে
সেদিন মিলিব তোমার সনে,
বিধাতার কাছে এই শুধু আহবান।