ভালোবেসেছি তোমায়, তাই ব্যাথা দিলে প্রিয়
    ভালোবেসে দেয়া এ শেষ মালা নিও।
চাইবো না অর্ঘ্য কিছু,
    তোমার মনের আঙিনায় সে মালা
ফেলে রেখে দিও।


       বুঝিনি আগে প্রিয়,
আমি যে কত দূর্ভাগা,
      তবুও চেয়েছি তোমা
দোষ তো আমার ওগো,
           চাই যে তোমারে সদা;
তোমারে পাওয়ার যোগ্য নই তবুও
ভালোবেসে দেয়া এ শেষ মালা নিও।


       তুমি তো জানো না প্রিয়,
তোমারে পাওয়ার লাগি কি মোর পিয়াসা
ক্ষনে ক্ষনে জাগে বুকে বিরহ আশা।
      তোমায় ভেবে ভেবে,
দিবা নিশি জিবনে কত করি ভুল
সে ভুল ব্যাথা ভরে ফুটিয়েছে ফুল।
       সেই ফুল দিবা নিশি কত স্মরনীয়
ভালোবেসে দেয়া এ শেষ মালা নিও।


মাটির প্রদীপ আলো জ্বেলে খোঁজে চাঁদ
চাঁদের আলো তে সে হয় বরবাদ।
ভালবেসেছিলাম আমি দেখে তোমার আঁখি
সারা গায়ে তোমার'ই রূপ দিয়ে মাখি।
      তোমার সে হাসি মাখা মুখ যে
              মোর পূজনীয়,
ভালোবেসে দেয়া এ শেষ মালা নিও।


কত যে করেছি আমি তোমার লাগি
কত যে সহেছি ব্যাথা হে পরান পাখি
বিনিময়ে মোরে দিলে কত ব্যাথার সুর
কত মনোরম করে দিলে বিরহ প্রচুর।
তবু পিয়েছি তোমার রূপ আমি মোহনীয়
ভালোবেসে দেয়া এ শেষ মালা নিও।


বুঝি নি কখনো তাই দেবে যে ব্যাথা
দেখেছি নব সাথী বানিয়েছো সেথা,
এত বড় আঘাত শেষে দিলে প্রিয়তম
বজ্র, বারুদের আঘাত সম।
আসবো না কভু তোমার ভুবনে কোনো দিনও,
আমার প্রেমের রাখি খুলে রেখে দিও
ভালোবেসে দেয়া এ শেষ মালা নিও।