কেমন হয়,
যদি অতীত প্রেমিক প্রেমিকাতে
আবার দেখা হয়ে যায়।
কোনো এক অচেনা রাস্তায়,
অচেনা নগরীর ছায়ায়।
অচেনা পথে, বা কোনো অচেনা পাড়ায়!


যদি চোখে চোখ পরে যায়
সেই আগের মত
শুধু চেয়ে রয় একে অপরের দিকে
লক্ষ লক্ষ কথার ভ্রমর ভীর করে,
জমাট বাধে ঠোঁটের আঙিনাতে।
বুকের ভেতর বইতে থাকে
নিরব অভিমানের ব্যাথা।
আখিঁর কোনে হয়ত জাগবে
দু ফোটা অশ্রু কনা।
মনে তে যদিও বহে বাণীর ঝরনা।
কি বলবো তবু ভেবে পায় না।


জরিয়ে ধরতে বুকের মাঝে
মনে যদি সাধ জাগে।
যে ভাবে জরিয়ে নিতেম
দুটি বছর আগে।
বুকে বুক জরিয়ে ভাগ করে নিতেম
একে অপরের জালা।
একে অপরের সুখ,
অপার স্নেহের মালা
জরানো না যায়,
না যায় ছোয়া
এ কেমন জীবনের খেলা।


হারিয়েছি কি যে; সে তো আমি যানি
হৃদয় টা আজ শুকিয়ে হয়েছে
বেদনার বালু চর,
ভাগ্যের খেলায় না যানি আজ
কত টা হলাম পর।


হারিয়েছি তোমায় ভাগ্যের দোষে
এ শুধু আমিই যানি।
তুমি শুধু দেখো কত দোষ মোর,
করেছো কত ছোট, ভেবেছো অপরাধী।
ভুলের পাহার উকি দেয় মোর
অভাগ্যের কালো আকাশে
দিনে দিনে শুধু বারছে যে ব্যাথা
কাটছে যে দিন হতাশে;


যদি দেখা হয়ে যায়
" সেই আকাশটির নিচে,
যেথা চোখে চোখ রেখে- ভালবাসার সপ্ন দেখেছিলাম"
কৃষ্ণচুরা গাছ টি ছিল পিছে,
যদি দেখা হয়ে যায় সেই নদীটির তীরে
যেথায় হাতে হাত রেখে করেছিলাম শপথ,
কখনো ছেরে না যাবার,
ভুলে না যাবার প্রতিজ্ঞা,
যেথায় গেয়েছিলাম প্রেমের গান শত শত
তোমায় নিয়ে; কত সুর করে ছিল খেলা।
যদি দেখা হয়
সেই স্মৃতিময় স্থান গুলো তে
যেথায় তোমার আমার চলতো মিলন মেলা।


মনে করতে পারতে তো আমায়?
এই গুরু-গম্ভীর চেহেরার আরালে থাকা
সেই অতীত প্রেমিক ছেলে টা কে
মনে করতে পারতে এই সহজ সরল ছেলেটার দুষ্টুমি?
আর পাগল পাগল ছেলে মানুষি আচরন কে!


যেই গাছ টির প্রেম ছায়ায়
গধুলী আকাশ ভরে যেত তারায় তারায়
আমরা তাহার নিচে,
একরাশ স্বপ্নে যেতাম মিশে
ব্রহ্মপূত্র নদটির পাশে
মিশে যেতাম শরীরে শরীরে, মনে মনে।
একাকার হয়ে যেতাম সেই স্নীগ্ধ চাঁদের ছোয়ায়।


কি জবাব দিতেম তাদের কাছে।
যদি ফের দেখা হয়ে যেত
তোমায় আমায় ।
সেই স্বপ্নের বাগান হয়েছে আজ উষর ভুমি
সবই তো আছে আগের মতই
শুধু নেই আমি তুমি।।


এভাবে অপলক দৃষ্টিতে চেয়ে থেকে
ভাবা হয়ে গেল দু জনমের ভাবনা।
তবু নিরবতা ভেঙে খোলা হল না
বন্ধ মুখের জানালা।
এই দেখা হয়ে যাওয়া
শুধুই বোঝালো কাকে বলে বদলে যাওয়া।


জীবনের মহা সাগর স্রোতে
তুমি আমি আজ গেছি হারিয়ে।
জীবন আকরে নিয়েছে সুখ,
দুঃখের সীমানা গেছে ছাড়িয়ে।
নিত্য ঢাকছি মোরা করে কত ছল
অঝরে ঝড়ে যাওয়া গোপন চোখের জল।


মনের গহিনে ইচ্ছে গুলো
দিনে দিনে শুধু লুকায়
বেদনার এই কালের স্রোতে,
আজ তুমি আমি কোথায়।
আজও বর্ষা আসে, বৃ্ষ্টি নামে
আজও আকাশ মেঘলা হয়,
আজও তেমনি ফুল ফোটে বাগানে বাগানে
এখনও বিকেল গুলো দোলে সোনালী হাওয়ায়,
আজও রাত হয়, আকাশে চাঁদ দোলে
সাথে তারকা রা থাকে পাহারায়।
পার্কের বেন্চ গুলো এখনও খালি থাকে,
সেই বট বৃক্ষের ছায়ায়।
এসে দেখো সব কিছুই আছে আগের মত,
কিন্তু তুমি আমি কোথায়?


আমি আছি অনেক দূরে
তবু ভাবি তোমার কথা
চলতে চলতে ফিরতে ফিরতে
তোমায় ভেবে জাগে ব্যাথা।
কত প্রেম এলো গেলো
কত খেলা হল খেলা,
তবু তোমার অনুভব পাই না কোথাও
তোমার তৃষ্ণা মিটিবে কোথা


পারি দিয়েছি,
অনেক গুলো দিন
রাত ও অনেক গুলো
চলে গেছে কত সময় কত বসন্ত।
অনন্ত সময় চলে যাচ্ছে,
হচ্ছে বদল মনেরও


বসে যখন সাগর তীরে
ভাসাই কাগজের নৌকা।
ঢেউ এসে নিয়ে যায়
ফিরে তো আসে না।
যতই দেখতে চাই
চোখের সামনে তো ভাসে না।


কিছু স্মৃতি ভোলার নয়
কিছু আঘাত যা শুকাবার নয়
কিছু ব্যাথা কমার নয়
এমন ঘটনা কিছু মানুষের।
সবার জিবনে ঘটার নয়।


আমার চোখ দুটো লাল,
রাত জাগবার জন্য নয়।
তোমার হৃদয়েও আছে প্রেম,
তবে আমাকে দেবার জন্য নয়।
কিছু আফসোস সারা জিবনের,
পূর্ন করা সম্ভব নয়।


      
                                        ১ মার্চ, ২০১৮
                                         রাত ২ টা ১৮ মি