ছয়টি রঙে রাঙা আমার
প্রাণের জন্মভূমি,
সকাল-সন্ধ্যা জন্মভূমির
অঙ্গ থাকি চুমি।


গ্রীষ্মকালে তীব্র রোদে
দেশটা হলো মরু,
বর্ষাকালে সতেজ,সজীব
নিরস থাকা তরু।


জুঁই, চামেলি, কদম, কেয়া
কাশফুলেরই দলে,
ঋতুর রাণী রইল মিশে
পদ্মপাতার জলে।


সোনা রঙের পক্ক ধানে
হেমন্তের'ই হাসি,
খেজুর রসে,পিঠায় ভরা
শীতের কাছে আসি।


রঙিন ফুলে  বসন্তটা
কুহুর তানে থাকে,
মনটা আমার প্রাণের কলি
বাংলা ভূমি আঁকে।