মা যে তোমার পানসে মাখা শুষ্ক বদন  কেন?
তুমি কি আজ খাওনি ঠিকই এক থালা ও যেন?
মা যে তোমার চোখটা কেন টকটকে লাল হলো?
তবে কি সেই চোখে তোমার ঝাল পড়েছে বলো?
সারাদিন যে  তুমি কি সব একলা বসে ভাবো,
তবে কি ঠিক আমার বাবার এবার দেখা পাবো?
নয়ত বলো  কাঁদলে কেন  মুখ লুকিয়ে তবে?
পাষাণ বাবা ছাড়ছে ঠিকই সেই তোমাকে কবে।
মা যে তোমার চোখের কোণে আসছে কেন  পানি?
কাঁদবে নাকো ফিরবে বাবা  হঠাৎ সেদিন জানি।
বলল মায়ে,'ওরে আমার চাঁদের টুকরো সোনা,
তোরে নিয়েই আমার জীবন, সকল স্বপ্ন বোনা।'
বলবে তবে কাঁদলে কেন  আমার মাগো  তুমি?
তুমি এবার দাও তো হেসে কপাল মাঝে  চুমি।