আমি প্রতিদিন ডুব দিই-
আমার চেতনার গভীর জলে।
তারপর খুঁজে বেড়াই
জলজ উদ্ভিদের মতো থাকা শব্দগুলোকে।
যদিও কিছু বাধা
মাছের মতো ঠোকড় দেয় তাদেরকে।
কিন্তু তবুও....
অক্ষত শব্দগুলোকে নিয়ে সাজাই
একেকটি পঙক্তি। তারপর তিলে তিলে
গড়ে তুলি একটি কবিতা। যেভাবে
বিন্দু বিন্দু জলে হয় অতল সাগর।