ফুল বাগানে ফুল ফুটেছে
মৌমাছিদের মৌ জুটেছে
দোয়েল,শালিক গান ধরেছে
গাছের ডালে বসে
রাখাল ছেলে গরু নিয়ে
মাঠে বেড়ায় চষে।
ওই যে দেখো সবুজ ঘাসে
শিশিরকণা হাসে,
মাছপাখিরা মাছের আশায়
থাকে পুকুর পাশে।
ওই যে জেলে জাল ফেলেছে
যাচ্ছে কৃষক কাজে,
ফড়িংগুলো উড়ছে দেখো
ধানের পাতার ভাঁজে।
উঠছে দেখো পুব আকাশে
মোরগ পাখির চোখ,
এসব দেখে ছোট্ট খুকি
পায় যে অনেক সুখ।
খুকির কথা, 'সকাল হলো
নয়কো আঁধার রাত,
ওই যে দেখো তাঁতি পাখি
বুনছে সে কি তাঁত!'