সোসাইটিতে থেকেও নও সোশ্যাল !
এ কিরকম তোমার বাঁচার ধরণ ?
একখানি মুঠোফোন হাতে তুলে নিতে,
কে করেছে বলো তোমায় বারণ ?


গ্লোবালিজেসন এর দুনিয়ায় ভাই
'গ্লোবালি কানেক্ট' হওয়া চাই |
সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো !
এগুলির কি কোন মূল্য নাই ?


নিজের স্ট্যাটাস রাখতে বজায়
ফেইসবুকে তাই একাউন্ট বানাও |
শতশত ফ্রেন্ড আর ফলোয়ার-
এর অধিক আর কি চাও ?


চিঠিপত্রের জামানা নয় এটা
হোয়াটসঅ্যাপই এখন কথা কয় |
নিরঝঞ্জাটে সেন্ড করো
একনিমেষে তা চলে যায় ||


ভিডিওচ্যাটেই সব মিটছে,
লোকেরবাড়ি যাওয়ার কি দরকার ?
ঘরে বসেই আত্মীয়তা মেটাও,
নিজেই হও নিজের সরকার ||


দেখতে তোমায় বেশ ভালো
তবুও পাড়াপড়শির না পছন্দ !
ইনস্টাগ্রাম এ পোস্ট করো
হাজার লাইকে পাবে আনন্দ ||


মনের মধ্যে অভিনয়সত্বা
যদি কখনও দেয় উঁকি |
টিকটকেতে সাহস করেই
একটু তুমি নাওনা ঝুঁকি ||


স্কাইপে টা ভুলে যেও না
উইচ্যাটেও একাউন্ট চাই |
লাইনেও একটিভ থেকো
স্ন্যাপচ্যাট যেন বাদ না যায় ||


টুইটারটা একটু খটমট
সব জ্ঞানী লোকের বাস |
পয়সা দিয়ে নেট ভরে
শুনবে কেন তাদের ভাষ ?


বই পড়ে পড়ে কুইজ খেলা
এসবকি বল এখন পোষায় ?
গুগল আছে হাতের কাছে
বিপদআপদ সব মেটায় ||


খেলতে আবার বাইরে যাবে !
এতই কি তুমি অনামুখো ?
পাবজি টা ইন্সটল করে নাও
কাটবে জীবন শুধুই সুখে ||


নতুন নতুন গেমস নিয়ে
আসবে নতুন গেমস লঞ্চার |
জীবনকে উপভোগ করবে
নিত্যদিন নতুন এডভেঞ্চার ||


আরও আছে কত সাইটস
২৪ ঘন্টায় কি কখনও পোষায় ?
ভগবানকে তাই প্রার্থনা করি
দিনটা একটু বাড়লে ভালো হয় ||


নতুন নতুন কত সাইটস
বাড়বে বল দিনদিন |
দিনটা একটু বাড়লে পরেই
আসবেনা কখনও দুর্দিন ||


গ্লোবাল ওয়ার্ল্ডে এভাবেই
বাড়াও তোমার সংসার |
সংসারে ডিসকানেক্ট থাকলেও
গ্লোবালি দেখ তোমার প্রসার ||


রিয়েল ওয়ার্ল্ডে নাই বা হলো
তোমার কোনোই আস্ফলন |
ভার্চুয়াল এই ওয়ার্ল্ডে জেন
এখন সবার কাটে জীবন ||