শিক্ষাই আনে শুনি নতুন চেতনা,
বোঝে না তো বেকারের কত যন্ত্র‌না।
আমি আজ বখাটে হতেও রাজি!
কিংবা ধুরন্ধর লম্পট পাজি!


জীবন দিয়েই ধরতে হবে বাজি!
যোগ্যতা বিচারে নেতারাই কাজি!


শিক্ষা পাকায় তবু বড় গোলমাল;
রাজার গদি আজ দেখি বেসামাল।
ক্ষমতায় তাই ধ্বনি 'সামাল সামাল'!
এক হও আজ যত বখাটে দামাল!