মুক্তির পথে,চুক্তি করেছি,স্বাধীন বাংলা চাই
যুদ্ধের মাঠে, ক্রুদ্ধ আমি,কুঞ্জর কসাই
রক্তের সাগরে,শক্ত হাতে,ধরেছি বাংলার ঝান্ডা
নাঙা হাতেই দাঙ্গা করেছি,চিতিয়ে বুকের পান্ডা।
মুক্তির নেশায়,আসক্ত হৃদয়,আমি ঋষভ ষন্ডা
যুক্তির ভেলায়,অভুক্ত বাঙালি,ডরে না পাকিস্তানি গুন্ডা
বৈরীগৃহ কাঁপিয়ে,লালচক্ষু ছাপিয়ে,এ এক নতুন দেশ
বিসর্জনের জোয়ারে,অর্জনের দুয়ারে,এ আমার স্বাধীন বাংলাদেশ।