এক নদীতে দুই পুকুর,ভাগ করেছে জাল
দুই ফুলের এক অঙ্কুর,ধারণ করেছে ডাল।
এক বাংলা এক আউয়াল,কে তুমি অন্তরাল?
বাংলার বুকে ছুরি চালিয়ে,প্যাটেল তুমি হয়েছ কাল,হয়েছ কাল।
কী বুঝে কেটেছ জমিন,কেটেছ মায়ের দেহ
এক হাত এক পা নিয়ে,থাকতে চায় না কেহ।
ভাগ যদি করতে হয় বাবু,
ভাগ কর রবীন্দ্রনাথ,ভাগ কর নজরুল
বাঙালি তুমি করেছ ভুল,চিরিয়া বাংলা মায়ের কোল।
আমার মায়ের গলার হার,করল কে চুরি?
মানি না এই কাঁটাতার,শোন হে শান্তি-পুরি।
শিয়ালদা টু গোয়ালন্দ,রেলগাড়ী তো আর আসে না
বাবু তোমার কলিকাতার চিঠি,হরকরা তো আর হাঁকে না।
হে ভান্ডারী,পাঠাও কান্ডারী,সরাও সীমানা খুঁটি
চল কাপ্তান,চল মাস্তান,বানাও বাঙালী ঘাঁটি।
সিলেট থেকে দীঘা,বাদ যাবে না এক বিঘা
দার্জিলিং থেকে চট্টগ্রাম,এক জমিন এক গ্রাম
বাংলা তোমার নাম,বাংলা তোমার নাম।
তুমি হিন্দু,আমি ইসলাম,নাই কোন গেঞ্জাম
হিন্দু মুসলিম ইন্তিজাম,বল বাঙালি অবিরাম।