দেখ নারে ঐ শশিভূষণ
কে করে শব্দদূষণ
নিশানা কর,কররে গুলি
উপড়ে ফেল মাথার খুলি।
ভেঙে দে পায়ের নলি
দিলাম না আর জ্যান্ত বলী।
শুনে নাও,আবার বলি
শান্ত রাখ মহল্লা গলি।


সাউন্ডবক্স বাজায় যাঁরা
তোমার আমার রিপু তারা।
কেন রে বেখেয়াল তোরা?
তোদের জ্বালায় পাগল মোরা।
উচ্চগলায় কথা বলা
শব্দ করে হাঁটা-চলা
মজু-মাস্তি সমাজ ভোলা
করে না সভ্য পোলা।


যদি চলত রাস্তায়
নিঃশব্দ বাস-ট্রাক-লরী
কী সুন্দর লাগত তোমায়
হে নগরসুন্দরী!