তোমাদের কি মনে পড়ে,শতবর্ষী অহিদুন্নেসার কথা?


কাশিমপুরের চার দেয়ালে প্রতিধ্বনি হত শত দুঃখ ব্যথা।


হে রাষ্ট্র,বিশটি বসন্ত বন্দি রেখে,বললে তুমি নির্দোষ
মরণের আগে বাঁধন খুলেছে,তাতেই অহিদুন্নেসার সন্তোষ।


হে গণতন্ত্র,
তুমি ফিরিয়ে দাও বিশটি শ্রাবণ,শান্ত কর তার অশান্ত মন
যদি নাই বা পার,তবে কেন বল? ক্ষমতার উৎস জনগণ।


বিচারের কাঠগড়ায়,
যত মগজ ধোলানো  খিস্তি,যতসব মিথ্যার ফিরিস্তি,ব্যস তাতেই অহিদুন্নেসার শাস্তি।


মিথ্যা চার্জশীট,খেয়ে খেয়ে ঘোষ,দোষীরা হয়ে যায় নির্দোষ।
হে সমাজ, আর কত ধারন করিবে এইসব অমানুষ
হে সমাজ,কবে হবে তুমি নিষ্পাপ নিষ্কলুষ?