পৃথিবীর বোঝা মাথায় নিয়ে ব্ল্যাকহোলের টানে ছুটে চলি, আমি এক মামুলি কুলি
আমি ডাইনীর সাথে করি চুলোচুলি,আর আপদের সাথে কোলাকুলি।
মহাকালের পথে প্রান্তরে হেলেদুলে আমি আজ ক্লান্ত শ্রান্ত
শত চক্রান্তের বেড়াজালে ভারাক্রান্ত আমি, সময়ের কাছে সদা উদভ্রান্ত।
হে গুরু,আর কতদিন,শুধিতে হইবে এই জগতের ঋণ?


অক্সিজেনের দায় শোধ করতে করতে আজ আমি দেউলিয়া
তোমার স্মৃতির প্রহর,মস্তিষ্কে আজ আমার, এক বিরাট নাপাম বোমা।
তুমি ভালবাসা বোঝ,কিন্তু স্যাক্রিফাইজ বোঝ না,প্রিয়তমা।
হে গুরু,কফিনে ঘুমাবো নাকি মরিয়া বাঁচিব?

বাতাসের কারাগারে আজ আমি বন্দি খাটাস
জমিনের বুকে আমি এক আঁটকুড়ী বুড়ী
আকাশের নিচে আমি এক বাদামী ছারপোকা।
হে গুরু,নিরস্ত্র আমি সময়ের কাছে আর কত দায়গ্রস্ত?


আলোকরশ্মি আজ বিষমাখা তীরের ফলা
রাখালের সুরগুলো আজ ভেসে আসা শিশুদের চিৎকার।
বকুল ফুলের গন্ধে, নাই কোন মনমাতানো ছন্দ।
হে গুরু,শুধাই তোমায়,
কেন বাঁচিয়া থাকিব?বলিয়া যাও আমায়।


হে বোকা ছোকরা,
চল মোর সাথে
শোন মোর কথা
স্মৃতিকে বিস্মৃত কর তুমি
এ তোমার নতুন মাথা।
স্মৃতিকে রাখিয়া ফেলে
পালিয়ে যাইবে চলে।
এ এক নতুন তুমি,হাসিমাখা চোখে
মানুষের দুঃখে সেবক তুমি,নতুন দুনিয়ার বুকে।


হে গুরু,স্মৃতিকে ভোলা কি এতই সোজা?
আমার মাথার উপর যে পৃথিবীর বোঝা।


হে বোকা ছোকরা,
করিয়া সাধনা আর আরাধনা
পরিষ্কার কর মনেরও আঙিনা।
দুনিয়ার বুকে যখন তোমার নাই কোন চাওয়া
তুমিই রাজা,এসবই তোমারি পাওয়া,
এই আসমান-জমিন-আগুন-হাওয়া।