শিলীমুখ
তাম্বুল রাতুল


পরদিন,শুক্লপক্ষের পঞ্চমী তিথি
রিক্তহস্ত বচসার অজ্ঞতার রাতি।
রবিসম কাঞ্চনের সৌদামিনী বীথি
ব্যত্যয় ন্যায়ের পথে অন্যায়ের ইতি।
দক্ষিণ হস্তে যাহার শিলীমুখ নথি
বলিষ্ঠ কণ্ঠে তাহার দৃপ্ত প্রতিশ্রুতি।
রক্তিম হাতে শিহরিত স্মৃতি-বিস্মৃতি
সবই দৈব নিয়তি,ওগো মার্ক-মথি।।


কার্তিক-গণেশ একজোট একদল
বাঁচি আর মরি,দিব পারাবার পাড়ি
নেই কোন শৃঙ্খল,বক্ষে বিস্ময় বল
ফিরব না বাড়ি,না মেরে ডাইনী বুড়ি
শেষ বল,ওরে খোদা,আর কত জল?
শেষ স্মৃতি,নীল শাড়ি ঘেড়া সেই বাড়ি।।


সনেটের অন্ত্যমিলঃকখকখকখখক গঘগঘগঘ