এক মাটিতে এক বিধাতা, করেছে মোদের সৃজন
তুমিও গোলাম,আমিও গোলাম,তবে কেন কর বিভাজন?
তুমি হিন্দু,আমি মুসলমান,কিসের দাঙ্গা ভাই?
বাংলার জমিনে আমান আসমান,কোন মারদাঙ্গা নাই।


জলে গঙ্গা,জলে সিন্ধু,নাই হিংসা এক বিন্দু
বাংলার বুকে সবাই বাঙালী,দিলের ভিতর কিসের কালি?
এক বাংলা এক আওয়াম,ধর্ম নিয়ে কিসের গেঞ্জাম?
যদি থাকে বাঙালি প্রীতি
হিন্দু-মুসলিম কিসের ভীতি?
তোমার আমার নাই কূটনীতি
বজায় রাখ সাম্প্রদায়িক সম্প্রীতি।