৷ ৷   স্পর্শা
তাম্বুল রাতুল
  
ললিত ধরণীর হরিণী,তুমি  স্পর্শা
অনুপম মনোহরে,হাসিমুখ ভরে
আহা মাধুকরী ভাষা,দিলসুধা নিশা।
হে বিধাতা,কাহা রুপে সৃজিলা তাহারে?
সদা ভাবিয়া অধমে,সর্বনাশা দশা
দুঃখী আমি,নিন্দ আমি বলিব কাহারে?
বহিয়া চলেছি শূন্য মনের ভান্ডারে।
হিয়ায় ধরি আশা,রাখিব জীবদ্দশা।।


অজ্ঞ আমি,বিজ্ঞ তুমি, শাস্তি নরাধমে
অবিদিত রহি তব তোমারি কল্যাণে।
হিয়া ভরি প্রার্থনা করি,কুশল তোমার
মর্ত্যে যতদিন রহি,রম্য ধরাধামে।
না রাখি শোক, অধমের মহাপ্রয়াণে
চিত্তপট দোয়া দিও, বিদায়ে আমার।।


সনেটের অন্ত্যমিলঃ কখকখকখখক ঘঙচ ঘঙচ