বিজয়ের স্বপ্ন মানে শুধুমাত্র
পাকিস্তানী বিরোধী আন্দেলন নয়,
দামাল ছেলে লাল-সবুজ পতাকায়
বুনেছিলো স্বপ্ন,
বাজি রেখে জীবনের পরাজয়।
বিজয়ের স্বপ্ন মানে শুধুমাত্র
স্বাধীন ভূ-খন্ড নয়,
ন্যায্য হিসাব অর্জনে জন্যে,
নেই কোন আর ভয়।
বিজয়ের স্বপ্ন মানে উড়ন্ত
লাল সবুজের পতাকা নয়,
সুন্দর দেশ হিসেবে
দৃষ্টান্তর স্থাপনের জন্যে,
দূর্নীতি রোধ করতে হয়।
বিজয়ের স্বপ্ন মানে স্কুল-কলেজের মাঠে
দেশ গড়ার কাজে শপথ বাক্য পাঠ,
সোনার বাংলা বলে
জাতীয় সংঙ্গীত গাওয়া নয়,
সোনার বাংলা গড়ার কাজে
বিশ্বের দরবারে,
তুলে ধরার মাধ্যমে আমাদের পরিচয়।।