আকাশটা আজ শ্রাবণ মেঘে আচ্ছাদিত,
আকাশ ভেঙ্গে নামছে কান্নার বৃষ্টি,
ভাসছে মাঠ,ভাসছে বাড়ির উঠান।
ঝরো হাওয়াই ভেসে যাচ্ছে কান্নার ধ্বন্বি,
শুনার মতো কেউ নেই।
বুকের ভেতর চাপা কান্না কেউ শুনে না,
চোখের আড়ালে কত যে স্বপ্ন কেউ দেখে না,
মনটাও যে কেউ বোঝেনা।
সব-তো ঠিকই ছিলো,
হঠাৎ করে কেন এমন হল?
বিধাতার লিখনে
নিয়তি আজ বড় অসহায়,
জীবনের গল্পগুলো,
কোথায় থেকে কোথায় নিয়ে যায়।
ভাবনাগুলো রাত জেগে বলে
আলো শেষে আসবে আঁধার
আঁধার শেষে আলো,
চোখের জলে স্বপ্ন ভেসে যায়,
তুমি থাকো ভালো।


তারিখ :-০৮/০৮/২০১৮
সময় :রাত ১ টা