ঘোরে মত্ত হয়ে ওঠ কেন
হে মানব হৃদয়?
এই যে এত উন্মাদনা
কোন পথে গেলে শান্তি পাও?
এই যে এত ধৃষ্টতা
কত যুদ্ধে ক্ষান্ত হও?
এই যে এত হিংস্রতা
কোথা থেকে ধেয়ে আসে?
এই যে এত বৈরীতা
কবে এর শেষ হবে?


শো শো স্রোতধারা
শান্ত শীতল অরণ্য
সংবিত্তি আহরণে
আনাগোণা কত প্রাণের
পক্ষশাতনে মেতেছ কেন
রুহ-কতলে কি আনন্দ?


এই অরণ্য আজও- সরল-সুন্দর-স্নিগ্ধ
অকণ্টক পথে- কি আলো পৌঁছে?


ঘোরে মত্ত হয়ে ওঠ কেন
হে মানব হৃদয়?
অকিঞ্চন নয় এই বন
তবে কেন ক্রুদ্ধ তোমার মন?


৮ই ডিসেম্বর ২০২১, রাত ৩ঃ২৪