সবুজের বুকে চিরকাল ঘুমিয়ে থাকা কি যায়?
যায় না
তাইতো, অনেক শখ করে
সেদিন তেঁতুল গাছের নীচে যে সবুজের আলোড়ন
সেখানে শুয়ে থেকে চোখ বন্ধ করে
আস্বাদন করতে চেয়েছিলাম
সবুজের সুবাস


অনেক্ষণ ধরে ঘুমিয়ে ছিলাম কিনা খেয়াল হতেই
দেখি
সবুজ নয়
কালো, শুষক ঝরে পড়া কিছু পাতার ওপর
শুয়ে ছিলাম


সবুজ ঘাস্গুলো আজ মৃত হয়ে
পরে আছে
তাকিয়ে দেখি
চারিদিক বিবর্ণ, রংহীন


সূর্য অস্ত যাচ্ছে
অথচ, আকাশ কালো , নীল, লাল কোনটাই আর নেই
কিছুক্ষণ পর বুঝ্লাম


সবুজের বুকে চিরকাল ঘুমিয়ে থাকা যায়না
আজ এই মৃত ঘাসে
আমার মৃত আত্মা সবুজকে দেখার
বৃথা চেষ্টাই শুধু করে গেল


লাল কাঁকড়া বই টিতে প্রকাশিত হয়েছে