এ কেমন আয়োজন বল?
যেখানে স্পষ্ট প্রাণের ডাক নেই?
যেখানে বিন্দু বিন্দু করে
জমে থাকা কষ্টকে যেন
উদ্ভ্রান্ত করে দেয়ার এক বিদগ্ধ প্রচেষ্টা
যেখানে ম্লান হয়ে চলে স্বপ্নগুলো
যেখানে হারিয়ে যায় ইচ্ছেগুলো


এ কেমন আয়োজন বল?
যেখানে অদ্ভূত সহূল মৌনতা ছড়িয়ে রয়েছে
বিবেকহীনতার আঁড়ালে
এ কেমন আয়োজন বল?
যার আষ্টেপৃষ্টে লেপন করা হয়েছে
বিশিষ্ট জাগতিক অভিরুচী


হা! হা!
শিহরণ যখন বয়ে যায় ধমনীর প্রতিটি রক্ত কণিকায়
শুরু আর শেষের মাঝে আটকা পড়ে থাকা
হায়! এ প্রাণ
যেন কথাগুচ্ছ মুহূর্তেই ম্লান করে দিতে পারে সব
যেন ইচ্ছেগুলো নিমিষেই স্পন্দনহীন করে দিতে পারে শব্দরাশিকে


সেই আয়োজন এর আবর্তনেই আবর্তিত হচ্ছে
পার্থিব সমস্ত জলরাশি
যেন বিশালকায় কোনও এক উলকার অপেক্ষায়
বজ্রপাতের পূর্বাভাস বুঝি


হা! হা!
চাওয়া আর পাওয়ার সুক্ষ্মতায় যখন
পরিমাপ করতেই হয়
তুমি পাশে আছো বলেই
সবকিছু উর্ধে-শূণ্যে ছুঁড়ে দিয়ে
এসব অনাড়ম্বর অমানবিকতা ভুলে যাই


২৬শে জুন'২০১৬