সত্যের অঙ্গীকারে মিথ্যের বোঝা বয়ে বেড়াই

ভিতরের মানুষটার সাথে দেখা হয় না বহুদিন
একাকী নিঃসঙ্গ ক্লান্ত উদাসীন - - -

নিজ ঘরে প্রবাসী জীবন তার কঠোর কঠিন

ক্রমশ উষ্ণায়ণে বদলে যাচ্ছে প্রতিদিনের স্বাভাবিক হিসাব
দূষণ প্রতিরোধে আসছে পোষাক বৈচিত্র্য

আশার আলোর ভিতর পাংশুটে মুখগুলো
অদ্ভুত এক মায়াচ্ছন্ন মোহ বলে মনে হয়


মানুষকে চেনা বড় দায় - - - -
মিথ্যের সাথে মিথ্যের যেন চলছে লড়াই