তোiমার সঙ্গে দেখা হলে-
অতীতের ক্ষতগুলো দাউ দাউ ক'রে জ্বলে ওঠে,
ভিতরে ভিতরে হঠাৎ হতাশ হয়ে পড়ি,
দেখতে পাই-অতীত বর্তমানের মধ্যে এক ক্ষয়িষ্ণু নদী
যেখানে আমার অতীত-আত্মা হাহাকার ক'রে বেড়ায়,
সে নদীর কলধ্বনি আজও ভেসে আসে,
আমাদের দুটি হৃদয়ের মাঝে
সেতু গড়বে না কোনদিন তাই-
আমাদের আর দেখা না হওয়াই ভালো,
স্মৃতির নদী-আত্মারা আর ফিরে আসবে না
এ রকমই জীবন, এই জেনে-
মিথ্যা সান্তনায় সত্যের আলোয়
নিহত স্মৃতিরা যদি বিবেকে চাবুক মারে
পাথরের স্ট্যাচু হয়ে সয়ে নেব সব।
অনেক মিথ্যাকে সত্যের আলোয় দেখে
তুমি গাইবে সান্ত্বনার বাণী-মন্ত্র,
সময়ের নিরিখে পরিবর্তনের চাকায়
যদি ফের দেখা হয়
হয়তো নিজের অজান্তেই শোনাবে-
'ভাঙা দিনের কালান্তরী গান' ॥