তোমার জীবনের পান্ডুলিপি রেখেছি যতন করে
গভীর মমতায় খুঁজে লই হাতে যখন মনে পড়ে।
বকুলের বিমোহিত ঘ্রাণ খুঁজি পান্ডুলিপির পাতায়
কচি হাতের আঁকা বাঁকা লেখায় বড্ড ভাবায়।
কম্পন জাগে হৃদয় জুড়ে ভাঙ্গনের সুর শোনে
আশার বাণী জাগে বলেছিলে যা গানে গানে।
জীবনের প্রয়োজনে হয়েছিলো যত লেনাদেনা
মূল্যহীন সেসব স্মুতি আজ অপরিচিত অচেনা।
শিশির স্নাত শিউলি বকুলের ইতিহাসহীন পাতা
হারিয়েছো লেখার আড়ালে সকলি ভেবে ব্যথা!
কুলুর বলদের মুখঢাকা কষ্টের কথা নেই লেখা
খুঁজে পাই পান্ডুলিপি জুড়ে চাহিদার রূপরেখা।
ছলনার ছলে শেষ উপহার দিয়ে গেলে হেসে
আসবেনা ফিরে বয়ান লিখেছো লিপির শেষে।
                   (১৭/০৭/২১ইং)