দেখ-
কেমন যুদ্ধ লাগিয়ে রেখেছি সহোদরে,
ব্যাটে-বলে,মনে-ধনে,জলে ও স্থলে !
মাঠে-ঘাটে,ফেইসবুক-টুইটারে,
ওভালের মাঠে,স্নানের ঘাটে
যুদ্ধ চলে মেট্রো রেলের পাড়ে !
খেলাটাও যুদ্ধ হয়ে ফোঁড়ে
বিদ্বেষ ফোবিয়ার তরে
ধর্মও মিশে যায় বিষ হয়ে গলে!


কত তীক্ষ্ণ পাশা খেলেছি এককালে
শুড়শুড়ি উসকানি দিয়ে
গরু ও শূকরের চর্বির ছলে
টিঁকি-টুপি,ধর্ম অস্ত্রের বলে
সাহেবরা হেঁসে লুটোপুটি,
গ্যালারিতে পাক খেয়ে ঘোরে
ক্রিকেট বল আকাশে ওই ওড়ে
খেলাটাও শিখিয়েছি যে ওরে
এই মজার দিনটা দেখার তরে।


ওহ্! দারুণ !চমৎকার!লাজবাব !
এমনই চেয়েছি,যা আমাদের স্বভাব
শ্বেত হস্তে কোরাসের তালে
হাত তালি দেয় বেকুফের হালে।
নিভৃতে নির্জনে ক্রন্দন রোলে
বৃদ্ধ মাতার চোখ ভিজে জলে !
তবে কেন আমার মুক্তির জন্য
বুলেট খেয়েছিলি ব্রিটিস সৈন্যর;
টিকি টুপি নিয়ে আঁচলে ছটফট করে
ক্ষণিকের ব্যবধানে লাশ হয়ে পড়ে।