বন্ধু এখন অন-লাইনে
মধুর বুলি আউড়ে যায়;
অদেখা ঐ মুখ গুলোকে
শব্দের বন্যায় জানা হয়।

সকাল-বিকেল ইনবক্সে
শব্দের পাহাড় জমা হয়;
জমা কথার ফুলঝুরিতে
ভুল শব্দও মান্যতা পায়।

বেশি করে জানতে চাইলে
পাছে মুখোশটা খুলে যায়;
বন্ধু(?) তখন বাহানা দিয়ে
দাঁত কেলিয়ে হাপিস হয়।

বন্ধুর অর্থ না বুঝে তাই
মিথ্যে কেন ডাকো ফাউ;
সত্য না মানতে পারলে
তোমার সাথে আঁড়ি যাও।

বিদ্বজন সব হতেই পারেন
ধান্দাটাও বেশ আন্দাজ হয়;
রাজার কাপড় নাও থাকলে
তাঁদের আর কি আসে যায়।

ধান্দা বাজের এই পৃথিবী
স্তোক বাক্য শুনাতে চাই;
আমি ভাই নাবালক তাই
বুক ফুটে সব বলতে যায়।

প্রবীণরা সব ডেকে আমায়
সাবধান বাণী শুনিয়ে যায়;
পরের খাসি জবাই করুক
যে দিকে যার মন যা চাই।

মরা মানুষ কি জ্যান্ত হবে
চন্দ্রবিন্দু না জুটলে মাথায়;
সত্য বলে লাভ কী খোকন
মিথ্যাতে মন ভরে যেথায়।


বুকের ভিতর শিশু এ মন
ডুকরে ডুকরে কেঁদে যায়;
সঠিক কথা বলতে গেলে
মন এতো ভয় কেন পাই।

ট্রাডিশনটা চেঞ্জ হলে যে
মন্দ কিছু হয়না জানি
ভালো আরো আলো পাবে
এই কথাটা আমি মানি।

মনের ব্যথা দিলাম লিখে
তুমিও কি এমন চাও
পড়তে গিয়ে ঝটকা খেলে
তুমি আসল বন্ধু নও।