সম্প্রীতির সংজ্ঞাটা আজ বদল হোক সমাজে
সম্প্রীতির সংজ্ঞাটা নিরীশ্বরবাদী হোক মনে
সম্প্রীতি থেকে ধর্মীয় গন্ধটा হোক না বিলীন!
সম্প্রীতির উদাহরণে মানবতার কথা আসুক।
মানুষের সম্মিলিত কর্মউদ্দিপনাই হোক সম্প্রীতি
মন্দির-মসজিদের জন্য জমি ও অর্থদান নই
স্কুল-কলেজের জন্য দানই সম্প্রীতির নিদর্শন।
দাঙ্গায় মানুষ বাঁচানো জীবনদান, সম্প্রীতি নই
দাঙ্গার বিরুদ্ধে প্রচারকেই সম্প্রীতি বলা হোক!
ভিক্ষাবৃত্তিকে মহৎ অনুকম্পার চোখে না দেখে
পেটের দায়ে যে ভিখিরি ভিক্ষা করে দ্বারে দ্বারে
সেই ভিখিরিকে উপযুক্ত কর্ম দেওয়াই হোক
সম্প্রীতির আসল ও উপযুক্ত দীর্ঘস্থায়ী পন্থা;
ধর্মের সহযোগিদের ধার্মিক বা ঠগী বলাই শ্রেয়
মানবতার জন্য কর্মই হোক সম্প্রীতির রূপকার।
সম্প্রীতির জন্য মন্দির ছেড়ে মসজিদ চাতাল!
আর মসজিদ ছেড়ে মন্দিরে যেতে হবে কেন ?
নিজ নিজ উপাসনাস্থলেই সম্প্রীতির বার্তা দাও
যদি তা না করে ইফতার আর রথের দড়ি ধরো
তাহলে সেটা সম্প্রীতি নই ব্যক্তি স্বার্থের জন্যেই
ভন্ডামি করে মানুষকে বোকা বানানোই উদ্দেশ্য;
অথবা ক্ষণস্থায়ী আবেগি মনের চরম উন্মাদনা।