সংস্কৃতি যে বহমান নদীর ন্যায় স্রোতম্বিনি
কে ঢোকাবে গোবর ভরা নিকানো মাথায়?
গোমূত্র পবিত্র করে ইতালির সফেদ পাথর
পাদুকার নীচে গোবর জল নিকানো ট্রেন্ড
গোবরে পোকা ট্রাপের সুগন্ধি ফাঁদ যে ওটা!
উস্কিয়ে দিয়ে স্বচ্ছ ভারতের ঝাড়ু ঝড় তোলে;
আগ্রার রাস্তায় ভন্ডামির কচুটে গন্ধের ভর,
মোঘলদের পদধূলি নাকি শ্রমিকের ঘামের!
কাকে বিলীন করতে এই স্বচ্ছতার নাটক হায়!
না কি পবিত্র পথ তৈরীর নাপাক ইরাদা ওরে
মৃত গেরুয়া মাথার ভোদকাছাপ চক্ষুর আহ্বান
এক টাকায় পেট ভরে ভোদকা খান; না গোমূত্র?
ওই তো কারা যেন হনুমান চাল্লিশা গায় কবরে
জয় শ্রী রাম ধ্বনিতে শুদ্ধিকরণ তেজোর কুত্তা
পরম স্নেহে নিরাপত্তারক্ষী সরিয়ে দেয় কর্তব্যে।
এ.কে ৪৭ মুখ লুকিয়ে কাঁদে পিছনে লটকিয়ে
ওরা যে উন্মাদ সন্ত,বিচ্ছিন্নতাবাদী তো নই!
এক দেশ,এক কুলিন ইতিহাস রচনার কান্ডারী
কি করে আর বুলেটে ঝাঁঝরা করে দিতে পারি
ওরা কি কাশ্মীরি ফল না বল যে ছক্কা মেড়ে
পাঠিয়ে দেবো বাউন্ডারীর ওপারে ওরে বল?
ওরে বুঝবি কবে,মুর্খ!এ যে ভোটের গ্যাঁরাকল।