বহুরূপী
মো: হেদায়েতুল ইসলাম


কতজনে ভয় করে নামটা শুনে,
আমি বহুরূপী যারা আমারে জানে ‌।
মুখে আছে হাসি আর অন্তরে বিষ,
পরনিন্দা করি আমি করে ফিসফিস।
নারী লোভী নষ্ট করি নারী দেহ,
ধামাচাপা দেই আমি দেখার নাই কেহ।
তেলবাজি তোষামদিতে নেই মোর জুড়ি,
উৎকোচ খেয়ে খেয়ে বানিয়েছি ভুড়ি।
লজ্জার লেস তো নেই মোর মাঝে,
মন্দ কাজ করি সকাল আর সাঝে।
প্রতিবাদ যেই করে দেই নাকো ছাড়,
বিপদে ফেলি তাকে ভেঙ্গে দেই হাড়।
স্বার্থ হাসিলে দুর্ধর্ষ বহুরূপী আমি,
নারী নেশায় মত্ত আমি বহুগামী।
সাজিয়ে গুছিয়ে আমি মিথ্যা বলি,
কথা কাজে মিল নেই বহুরূপে চলি।
উপরেতে ফিটফাট ভিতরেতে আছে পাপ,
মনুষ্য ক্ষতি করে নেই মোর কোন চাপ।
নীতিহীন কাজ করি পেলে আমি টাকা,
উৎকোচ না দিলে মুখ করি বাঁকা।
ক্ষমতার দাপটে বহু বহু কাজ করি,
কথামতো না চললে তার বুকে অস্ত্র ধরি।
পিছু লোকে কিছু কয় আমি নাহি শুনি,
বহুরূপী আমি বহুরুপে নিত্য স্বপ্ন বুনি ।
ভালো লোকের ভালো কথা বিষের মত লাগে,
সম্পদ করেছি বহু  কিছুই ছিল না মোর আগে।
আমি বহুরূপী নেশা আজ হয়ে গেছে পেশা,
মন্দ গালিগালাজ হয়েছে মোর মুখের ভাষা।
আমি বহুরূপী আমার ভয়ংকর ক্ষমতা আছে,
আমি হিংসুক,নিন্দুক,লোভী কেউ এসো না মোর কাছে।