তুমি তুলনাহীন
মোঃ হেদায়েতুল ইসলাম


তুমি তুলনাহীন তুমি সৃষ্টির সেরা,
অপার সম্ভাবনা দিয়ে জীবন ঘেরা।
তুমি তুলনাহীন সাহসী হবে,
ভয় কে করো জয় সুন্দর ভবে।
তুমি তুলনাহীন বাধা-বিপত্তি ধ্বংস করো,
কঠিন পরিশ্রম করে নিজেকে গড়ো।
তুমি তুলনাহীন সময়কে কাজে লাগাও,
সময় উপযোগী কাজ করে জীবনে আগাও।
তুমি তুলনাহীন নীতিহীন কাজের ঠাঁই দিওনা,
দুর্নীতিবাজকে টুঁটি চেপে ধরো ছাড় দিওনা।
তুমি তুলনাহীন হবে তুমি জ্ঞানী,
মানবতার জন্য লড়ো তুমি হবে গুণী।
তুমি তুলনাহীন দুঃখীদের দুঃখে কাঁদো,
যার নাই ঘর তার জন্য তুমি ঘর বাঁধো।
তুমি তুলনাহীন ক্ষুধার্তের কাছে যাও,
পেট ভরে খানা দাও বুকে টেনে নাও।
তুমি তুলনাহীন অসুস্থের বারবার সেবা দাও,
অমর মানবতার কাজ করে শান্তি তুমি পাও।
তুমি তুলনাহীন মানব মনে দিওনা অকারন কষ্ট,
অহিংস হবে তুমি কাউকে করোনা পথভ্রষ্ট।
তুমি তুলনাহীন মানবের বিপদ ঝাঁপিয়ে পড়া চাই,
মানবিক কাজে মানুষের অন্তরে যেন তোমার হয় ঠাঁই।