তবুও রাত জেগে অপেক্ষায় থেকো
ঘুম না এলে দুঃখের কবিতা লিখো
তোমার অজস্র শব্দের ছন্দে মুহ্যমান আমি
সাদা মেঘ কালো হয়ে ঝরে পড়ে নীল বেদনায়,
নিয়ত হাঁসির সপ্রাণ ক্ষয়ের দিকে ধাবমান
কেন যে আবার নতুন করে বাঁচতে চায়।


মাঝরাতে আমার না চাওয়া ঘুমের ঘোরে
চোখের জোছনার চাঁদ হঠাৎ ডুবে গেলে
মনে হয় সেই পায়ের আওয়াজ তুলে
আলোকিত করে আমায় জাগাও,
দিকহীন হয়ে মূহুর্তেই আবার কোথায় হারাও?


অথচ তোমার জীবনের গান আমার কাছে দূর্বোধ্য
নির্বিকার চোখের মায়া যদিও বড়ই আরাধ্য,
তা সত্বেও পড়ে আছি রুপের সমাসোক্তি নিয়ে    
ঝড় পরবর্তী বিধ্বস্ত শোকার্ত উপকূল ছুঁয়ে।