। অকবিতা।


বাইরে বৃষ্টি হাতে অবকাশ, কবিতা আসাই স্বাভাবিক,
ছন্দ তবুও অঘোরে ঘুমিয়ে, কথারা দেয়না সাড়া ঠিক।
বিষয় খুঁজছি চারদিকে চেয়ে, খাতা ফাঁকা ঘন বর্ষায়,
হয়তো কবিতা ছেলেবেলা ফিরে ‘ রেনি ডে’ কারণ দর্শায়।


কবিতার এই অদ্ভুত রোগ, বলে কয়ে যায় আসেনা,
ব্যস্ততাভিড়ে গায়ে ঢলে পড়ে, খালিমন ভালোবাসে না।
প্রেমকে এড়িয়ে দুঃখ বাড়িয়ে বিরহকে ধরে চলবে
গোঁসাঘরে খিল ইচ্ছেতে খুলে দুম করে কথা বলবে।


আজকে বাইরে ভিজছে শহর  বৃষ্টিফোঁটার সোহাগে,
ভেতরে মান্না মনকে সাজান ইমন ললিত বেহাগে
এই তো সময় কবিতা খোঁজার ছন্দে শব্দ মিলিয়ে
‘সন্ধান চাই’ প্যামফ্লেট দিই সময়ের হাতে বিলিয়ে।


কবিরা বড্ড ভিখিরির জাত, পংক্তির লোভাতুর,
শব্দ এবং ছন্দের খোঁজে আজীবন ঘুরঘুর।
দেমাকী কবিতা খুব ভালো জানে আমার এ মাধুকরী
সপাটে কপাট বন্ধ করেছে, যত তার পায়ে ধরি।


আজ তাই আর হোলো না কবিতা, বৃষ্টিও বৃথা গেলো
খামোখা কলম লিখে চলে তবু  অকবিতা এলোমেলো।


আর্যতীর্থ