মাঝে মাঝে আমি ক্লান্ত হয়ে যাই, ভীষণ ই ক্লান্ত
তখন বিষন্নতায় ছেয়ে যায় সমস্ত আকাশ
চেনা মুখ, চেনা ঘ্রাণ, চেনা শরীর সবি অচেনা লাগে
ক্রনিক অনিদ্রা চেয়ে যায় আমার নির্মীলিত প্রহর
অভ্রপুস্প কোলাহলে নিজেকে ডুবিয়ে শুনি সুনীল সমুদ্রে হাহাকার
কিছু নিঃশব্দ ঝর্ণা একাকী বয়ে যায় বুকের গহীনে
আর আমার চারপাশে ঘুর পাক খায় অতল অতৃপ্তি
আমি উদ্বাস্তু-উন্মাদ, নিজেকে নিজেই করি আপচয়
সমগ্র অন্ত্রে-তনুতে, বিষাদে-বিচ্ছেদে।।