মৃত্যু আর আঁধারের বাসা আজ এই
ঝলমলে পৃথিবীর বুকের ভিতরে,
চারদিকে ভয়, গ্লানি, নিবিড় নিঃসঙ্গ
শুধু যেন আজ ধ্বংস কীট নড়েচড়ে।


মানুষের সাথে মানুষের প্রিয়তর পরিচয়
প্রাণের সে উচ্ছলতা নেই আজ আর,
এত আলো চারদিকে তবুও পৃথিবী
গভীর নিঃশব্দতায় ভরা অন্ধকার।


একদিন কেটে যাবে আড়ষ্ট আঁধার
ইতিহাস বলে যায় জীবন বিপ্লবী
মানুষের প্রাঞ্জলতা ভরবে হৃদয়
আলোকের ফোয়ারায় ভাসবে পৃথিবী।।