এই সব আলপথ ধরে
আমি হেঁটে গেছি বহুদিন বহুদূর
সবুজ প্রান্তরে শূন্যতার কিনারায়
আমার মায়ের আঁচল বিছানো রয়েছে যেখানে
যেখান পোতা আছে আমার নাড়ী।


তারপর জানি, একদিন এই পথ ঢেকে যাবে
অজানা বিন্যাসে, ধুলোমাটি ঘাসে
আমিও হারাবো, শূন্যতার-শূন্যতায়
যাযাবর পথ গুলো যেভাবে হারায়,
অজানায়!


আমি হারিয়ে গেলে তখন
আমার ঠিকানা খুঁজে নিও
এইসব আলপথে কাদা মাটি ঘাসে
প্রতিটি ধুলি কণায় লেখা ইতিহাসে।