কবিতাঃ- আজব পথিক
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ১0/০৭/২০
””””””””””””””””””””””””””
আমি এক আজব পথিক
পদতলে ডেকে উঠে বহু ঝিঝি পোকা
চাঁদের ভেতর অন্ধকার দেখে পথ ভুলে যাই
শেওলা ময় উঠোনে লেগে থাকে
পায়েরই ছিন্ন,
আর বিভ্রমে যে স্টেশন হারিয়ে ফেলে
জ্বরে কাতরানো রোগীর মতই
প্রলাপ বকতে থাকি.....
তবুও আমি হেঁটে চলি
অনন্তের পথে পথে।।