একাত্তরের একটা বিকেল
উদ্যানের উত্তাল জনসমুদ্র
স্তব্ধতা ভেঙ্গে জনতা, একমুখী স্রোতে
শ্লোগানে শ্লোগানে দিগ্বিদিক ছুটা ছুটির শেষে
জীবনের মোহনায় এসেই থামল।

চোখে মুখে একটা কবিতার স্বপ্ন
শত বর্ষ ধরে যেন প্রহর গুনে আছে,
একটা কবিতা শোনার জন্য অপেক্ষা
নন্দিত বাঁধনে শিহরিত ছন্দে উদ্বেলিত বুকে
উদার বজ্র কণ্ঠের একটা কবিতা।


অতঃপর পড়ন্ত বিকেলে
কবি এসে দাড়ালেন সেই মহাসাগরের মঞ্চে
চশমাটা রেখে দিয়ে তর্জনী ঊর্ধ্বে উঠিয়ে
কবি শুরু করলেন তাঁর অমর কবিতাখানি…


''ভাইয়েরা আমার আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে
আপনাদের সামনে হাজির হয়েছি,
আপনারা তো সবই জানেন, তেইশ বছরে
বাংলার মানুষের মুমুর্ষু আর্তনাদের ইতিহাস'';


জনসমুদ্র তখন জোয়ারে জোয়ারেই প্লাবিত
উদ্বেলিত জনতার শ্লোগানে মুখর
কবি তার অমর কাব্যের শেষটুকু শোনালেন।


"রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো
এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ,
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"।