আমার পরম শ্রদ্ধেয় কবি, এবং সবার প্রিয় বরেণ্য কবি রহমান মুজিব এর  “এদেশ দানবের নয়” কবিতায় মন্তব্য করতে গিয়ে আমার এ কবিতা লেখা তাই এ কবিতাটি আমি উনাকে উৎসর্গ করলাম।।


**********************
আমার দশটা হাত চাই!
আমার বুকে জেগেছে আজ বিপ্লবী প্রাণ,..
আমি আজ উদ্দাম..
আমি আবার সব কিছু লন্ডভন্ড করব;
তারপর নতুন করে গড়ে তুলব নতুন ভিত্তি…
আমার বড্ড বেশি শক্তি চাই!
আমার পূর্ব পুরুষের কাছে করা প্রতিজ্ঞা
আমাকে রক্ষা করতেই হবে।


আজ দানবের নখের আঁচড়ে ক্ষত বিক্ষত
সবুজ জমিনে লাল সূর্য খচিত পতাকা।
রক্তাক্ত ঝটিকা আনে মূর্ত শিহরণ-
তবে আমি কি করে থাকি সহিষ্ণু?


এদেশ দানবের নয়…..
এ মাটি দানবের নয়….
এ আকাশ দানবের নয়….
এ বাতাস দানবের নয়…
যে মাটির সন্তানরা-
ভাষার জন্য প্রাণ দিতে পারে।
যে মাটির সন্তানরা-
স্বাধীন নিঃশ্বাসের জন্য প্রাণ দিতে পারে;
সে মাটি দানবের হতে পারে না।


আজ আমি প্রতিজ্ঞাবদ্ধ;
আমি প্রতিজ্ঞাবদ্ধ-
আমার পূর্বপুরুষের কাছে।
আমি প্রতিজ্ঞাবদ্ধ-
আমার লক্ষ শহীদের কাছে।
আমি প্রতিজ্ঞাবদ্ধ-
সম্ভ্রম হারানো লাখো মা-বোনের কাছে।  


আজ আমার রক্তে আগুন জ্বলছে..
আমি গড়বো এ দেশটা নতুন করে
আমার দশটা হাত চাই।।