আমি চিরন্তন মেঘের কান্নার ভিতরে হেঁটে চলেছি-
বৃষ্টিরই মাঝখানে, কারণ আমার এই পোড়া-
চোখের অশ্রুজল যাতে কেউ না দেখে।


আমি নিরন্তর হেঁটে বেড়াই কুয়াশার ভিতরে;
ধোঁয়াশার মাঝখানে, যাতে করে আমার পোড়ানো
হৃদয়ের ধোঁয়া কেউ উড়তে না দেখে।


আমি নিরবধি বহমান নদীর স্রোতের মাঝে
জলের সাথে মিশে থাকি যাতে আমার
হৃদয় পোড়ানো অঙ্গারের ছাই কারো
চোখে না পারতে পারে।


আমি অনন্ত হেঁটে যাই সুগন্ধিত কাননের ভিতর
লাল, নীল প্রজাপতিদের মাঝখানে,
যাতে করে আমার হৃদয় পোড়ানোর
গন্ধ কেউ বুঝতে না পারে।


আমি নিত্যই হৃদয় পোড়ানোর
গন্ধে মাতাল হওয়া এক যুবক।
আমি চিরন্তন; নিরন্তর, নিরবধি
হেঁটে যাই অনন্তের দিকে।