হাজার দুয়ারী ঘর বেধেছি আমি, নিলিমা শূন্যে
সমস্ত যৌবনের রক্তের নিরুদ্দেশে;
মেরু নিশীথের স্তব্ধ সমুদ্রে শুধু তোমারি জন্যে
হে হরিণী প্রেয়সি তোমারে ভালোবেসে।।


হীরা, চুনি, মনি-মানিক্যের স্বপ্নময় রাজ্য পুরে
বহু রাজনীতি আর রুগ্ন নীতি মারি;
আমি গড়েছি যে স্বর্ণ কুটির ভালোবেসে তোমারে
সেথায় নীলাভ ব্যথিত হৃদয় করে আহাজারি।।