তোমরা বললে শীতের নাচন শেষে
ফাগুন এলো পলাশ শিমুল বনে,
আমরা তো ভাই গতর কাটা লোক
মাঘ-ফাগুনের হিসাব নাই তো মনে!


তোমরা গাইছ ফাগুন দিনের গান
মাতাল হাওয়া প্রেমের অভিলাষ,
আমাদের তো ফুটো চালের ঘর
দুঃখের হাওয়া বইছে বারোমাস।


তোমাদের ভাই জমুক রঙের মেলা
ফাগুন আসুক হৃদয় আলো করে!
নুন আনতে পান্তা ফুরায় যাদের
ফাগুন কি আর থাকে তাদের ঘরে?