কবিতার নাম বাংলাদেশ
অবিরূদ্ধ মোহাম্মদ
---------------"------------------------


গন সমুদ্রের পুষ্প কাননে সাত ই মার্চের
পিতার দীপ্ত বজ্রকন্ঠে আগুন ঝরা ভাষণে
উচ্ছ্বাসে পায়ে বাঁধানো শিকল ভেঙেই
উঠে এসেছিল যে একটা কবিতা
তার নাম বাংলাদেশ।।


নয় মাস ধরে হানাদারের তাণ্ডবলীলা শেষে
হাজার নটিক্যাল মাইলের রক্তগঙ্গা পেরিয়ে
আঘাতে আঘাতে অস্থিমজ্জা হীন ঝাঁজালো বুকে যে
এক খণ্ড ভূমি জেগে উঠেছিল বিশ্বে মানচিত্রে
তার নাম বাংলাদেশ।।


ত্রিশ লক্ষ শহীদের রক্তের কালিতে
একটু একটু করে লেখা হয়েছিল
যে ভালোবাসার পংক্তিমালা
তার নাম বাংলাদেশ।।


লক্ষ বাঙালি বধূর সম্ভ্রমহানির চিৎকারেতে
যে মাটির আকাশ-বাতাস কেঁপে উঠেছিল
তার নাম বাংলাদেশ।।


মাকে মা, বাবাকে বাবা,
অ-আ-ক-খ মায়ের মুখের বুলি,
মায়ের মুখের ঘুমপাড়ানির গান,
রাজকুমারী গল্প শুনতে
যে মাটির সন্তানেরা প্রাণ দিতে পারে
তার নাম বাংলাদেশ।।


হাজার হাজার বছর ধরে যে রুক্ষ মাটিতেই
ফলেছে হাজার কবিতার ফসল
তার নাম বাংলাদেশ।।


শত খরা, বন্যা,ঝড়, ঝঞ্ঝা, জলোচ্ছ্বাসে
যে মাটির সন্তানেরা কখনো হেরে যেতে শিখেনি
তার নাম বাংলাদেশ।।


ষোল কোটি হৃৎপিণ্ডের ভিতরে, জাগরণে,স্বয়নে, স্বপনে,
আবেগে, ভালোবাসায়, যে একটি নাম
বারবার উদ্ভাসিত হয়
তার নাম বাংলাদেশ।।