কবিতাঃ- ব্যস্ততা
কবিঃ- অবিরুদ্ধ মাহমুদ
তারিখঃ- ২১/০৭/২০
””””””””””””””””””””””””””
সময়টা বড় বেশিই গড়মিলের
মৃত্যুকে কাছে দেখেও
হিরন্ময় ক্ষণ গুলি আমি
ব্যস্ততার গেলাসে অবলীলায় পান করি।।


অথচ সময় সীমানাও শেষ হবে একদিন
হঠাৎ করেই বন্ধ হবে দু-চোখ
আসক্তি হীন হয়ে যেমন ঝরে পড়ে
জীবন্ত পত্র পল্লব।।


সময়ের শেষ বিন্দু শেষ হলে তবে
জীবন্ত শরীর ভেঙ্গে হবে শব দেহ
শেষ হবে সেই সব ব্যস্ততার ক্লান্তি
তারপর শুধুই শূন্যতা.......